শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে হরতাল ও অবরোধকারীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার বিকেল তিনটার দিকে ঈশ্বরদী রেল স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। মৈত্রী ট্রেনের চালক মিজানুর রহমান জানান, কলকাতা থেকে ঢাকা যাওয়ার সময় ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে ট্রেনটি দুপুর দুইটার দিকে থামানো হয়। ঈশ্বরদী থেকে বিকেল তিনটার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পরপরই স্টেশনের কাছাকাছি ফতেমোহাম্মদপুর গোরস্থান সংলগ্ন এলাকায় ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা।

ঈশ্বরদী রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল হামিদ ও পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো: মোশাররফ হোসেন জানান, আগুনে ইঞ্জিনের বেশ কিছু অংশ পুড়ে যায়। পরে ইঞ্জিন বদল করে প্রায় দুই ঘণ্টা পর ঈশ্বরদী থেকে মৈত্রী ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। খবর শুনে বিকেল সাড়ে চারটার দিকে পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন ও পাবনা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ