শনিবার, জুলাই ২৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র হচ্ছে: খালেদা জিয়া

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র হচ্ছে: খালেদা জিয়া

ষ্টাফ রিপোর্টার (বিডি সময় ২৪ ডটকম)

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, চারটি সিটি কর্পোরেশনে সরকার তার সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে অনেক কূটকৌশল করেছিলো। কিন্তু গণজোয়ার তারা থামাতে পারেনি। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র হচ্ছে দাবি করে সেখানে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি।

বুধবার সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলররা দেখা করতে আসলে তিনি এই দাবি জানান। নির্বাচন কমিশনের সমালোচনা করে বিরোধীদলীয় নেত্রী বলেন, আমরা প্রথম থেকে বলে আসছি, এই নির্বাচন কমিশন সরকারের পক্ষে কাজ করছে, তারা নিরপেক্ষ নয়। রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটে বিএনপি সমর্থিতদের বিজয়ে সন্তোষ প্রকাশ করলেও এতে উল্লসিত না হয়ে নির্দলীয় সরকার প্রতষ্ঠার দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপাসন। স্থানীয় সরকার নির্বাচনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরাও ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের ভোট দিয়েছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষ দল নয়। তারা হিন্দুদের জমি দখল করেছে, বৌদ্ধদের মন্দির ভেঙেছে, সংখ্যালগুদের ওপর নির্যাতন চালিয়েছে। নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় বেশি নেই। জাতীয় সংসদে অবিলম্বে নির্দলীয় সরকারের বিল পাস করুন। এরপর আপনারা মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকুন, আমরা কিছুই বলব না। তা না হলে ঈদুল ফিতরের পর কঠোর কর্মসূচি দেয়া হবে। ওই কর্মসূচি হবে সরকার পতনের কর্মসূচি।

আরও পড়ুন

সর্বশেষ