গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় মিরপুরে ড. ইউনূস সেন্টারে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রায় ৪০ মিনিট পর্যন্ত তারা বৈঠক করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বৈঠকে গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে আলোচনা হয়। এ সময় ফখরুল গ্রামীণ ব্যাংক ইস্যুতে বিএনপি ড. ইউনূসের পাশে থাকবে বলে আশ্বাস দেন।
উল্লেখ্য, গ্রামীণ ব্যাংক ইস্যুতে সরকারের সঙ্গে ড. ইউনূসের বিরোধ চলছে বেশ কিছুদিন ধরে। ইউনূসের অভিযোগ, সরকার গ্রামীণ ব্যাংকের কাঠামো পরিবর্তন করে গরিবের ব্যাংকটি টুকরো টুকরো করতে চায়। বুধবার সংসদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ জানান, বিএনপি আগামীতে ক্ষমতায় এলে গ্রামীণ ব্যাংককে তাদের মতো করে চলতে দেয়া হবে, এতে কোনো হস্তক্ষেপ করা হবে না। সরকার গ্রামীণকে ধ্বংস করতে চায় বলেও অভিযোগ করেন মওদুদ। তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর জবাবে জানিয়েছেন, গ্রামীণ ব্যাংকের কাঠামো পরিবর্তনে কোনো ইচ্ছা সরকারের নেই। ইউনূস ছাড়া গ্রামীণ ব্যাংক আগের চেয়ে ভালো চলছে বলেও দাবি করেন মুহিত।