মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম সিটি মেয়রের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাত

চট্টগ্রাম সিটি মেয়রের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলমের সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রাইসেল। রোববার দুপুরে মেয়রের বাসভবনে তার সঙ্গে দেখা করেন সুইডিশ রাষ্ট্রদূত। বৈঠকে সিটি মেয়র এম মনজুর আলম বলেন, সুইডেন বাংলাদেশের দুর্দিন ও দুঃসময়ের অকৃত্রিম বন্ধু।  ১৯৭২ সাল থেকে সুইডেন বাংলাদেশের জনগনের সঙ্গে আছে।  তিনি বলেন, চট্টগ্রাম পর্যটন ও বন্দর নগরী।  অর্থনৈতিক ও ভৌগলিক দিক বিবেচনায় পুঁজি বিনিয়োগের নিরাপদ এলাকা চট্টগ্রাম।  নগরীর দুর্যোগপ্রবন ওয়ার্ডগুলো সাইক্লোন শেল্টার নির্মাণ, পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারীদের জন্য আবাসন নির্মাণ এবং দুর্যোগ মোকাবেলার জন্য সরঞ্জাম দিয়ে বাংলাদেশকে সহযোগিতার আহবান জানান মেয়র। পোশাক ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতায় সুইডেনকে এগিয়ে আসার অনুরোধও করেন মেয়র।

বৈঠকে সুইডিশ রাষ্ট্রদূত বন্দর নগরী চট্টগ্রামে বিনিয়োগ ও উন্নয়ন এবং দুর্যোগে সহযোগী হওয়ার আগ্রহের কথা জানান। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে বহুমাত্রিক ব্যবহার করে বাংলাদেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করা সম্ভব। বৈঠকে উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাসের কর্মকর্তা কেরিন ম্যাকডোনাল্ড, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, সিটি ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন, মেয়রের একান্ত সচিব মো. মনজুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী। এর আগে মেয়র সুইডেন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে স্বাগত জানান এবং সিটি করপোরেশনের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।

আরও পড়ুন

সর্বশেষ