মঙ্গলবার, মে ৭, ২০২৪
প্রচ্ছদরাজনীতিরাজশাহী বিভাগে রোববার থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি

রাজশাহী বিভাগে রোববার থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অফিসে অবরুদ্ধ রাখা ও দেশব্যাপি ২০ দলের নেতাকর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও ছাত্রদল নেতাকে ক্রসফায়ারের নামে হত্যার  প্রতিবাদে  রাজশাহী বিভাগে রোববার থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। একইদাবিতে রোববার বরিশাল বিভাগের ৬ জেলায় সকাল সন্ধ্যা হরতাল আহবান করেছে ২০ দলীয় জোট। বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল মনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে।ছাত্রদল সহ-সভাপতিকে কথিত বন্দুকযুদ্ধের নামে গুলি করে হত্যা করা হয়েছে। আরো দুইজন ছাত্রদল নেতা র‌্যাব কর্তৃক অপহৃত হওয়ার পর নিখোঁজ রয়েছে।এদিকে একই দাবিতে বরিশাল বিভাগের ৬ জেলায় রোববার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বিষয়টি নিশ্চিত করে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার সবাইকে শান্তিপূর্ণ হরতাল পালনের আহবান জানান। জেলা গুলো হলো, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও ভোলা।এদিকে দলের নেতাকর্মী ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় রোববার সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি।জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া শনিবার শহরের ভিক্টোরিয়া কলেজ রোডে বিএনপির কার্যালয়ে হরতালের ঘোষণা দেন।মোস্তাক মিয়া বলেন, গত বৃহস্পতিবার বিএনপির শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে হঠাৎ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ক্যাডাররা অস্ত্রশন্ত্র নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তারা পুলিশ, সাংবাদিক ও দলীয় কর্মীকে মারধর করে উল্টো আমাদের নামে মামলা দেন। এ ঘটনায় হরতাল ডাকা হয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ