রবিবার, মে ২৬, ২০২৪
প্রচ্ছদজাতীয়মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আজহারের মামলার রায় ৩০ ডিসেম্বর

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আজহারের মামলার রায় ৩০ ডিসেম্বর

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মামলার রায় দেওয়া হবে ৩০ ডিসেম্বর মঙ্গলবার । সোমবার  রায়ের এ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন। বিচারক প্যানেলের অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক। গত ১৮ সেপ্টেম্বর মামলাটির যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের মাধ্যমে বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল-১।

যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, এটিএম আজহারের বিরুদ্ধে সমস্ত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন প্রসিকিউশন। আসামিপক্ষ এই মামলা ভুল প্রমাণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আমরা তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানাচ্ছি। অন্যদিকে এটিএম আজহারুল ইসলামের আইনজীবী আব্দুস সুবহান তরফদার দাবি করেন, প্রসিকিউশন মামলা প্রমাণে ব্যর্থ হয়েছেন। আসামি তাই সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পাবেন

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ