রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েবগুড়ায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০

বগুড়ায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০

বগুড়ার সবকটি উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ৪০ জনকে গ্রেফতার করেছে থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় পৃথকভাবে কয়েকজনের কাছ থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১০ বোতল ফেন্সিডিল, ৪২ পিস ইয়াবা ও একটি ছুরি উদ্ধার করে পুলিশ। ২৪ ডিসেম্বর বুধবার সকালে পাঠানো বার্তায় জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে ২৩ ডিসেম্বর  সকাল ৬টা থেকে বুধবার (২৪ ডিসেম্বর)  সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার ১২ উপজেলায় অভিযান চালিয়ে মাদক, ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামি হিসেবে ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।   এরমধ্যে সদর উপজেলায় ১১, শিবগঞ্জে ৩, সোনাতলায় ৩, গাবতলীতে ৪, সারিয়াকান্দীতে ২, ধুনটে ৩, শেরপুরে ৬, নন্দীগ্রামে ২, আদমদীঘিতে ১, দুপচাচিয়ায় ১, কাহালুতে ২, শাজাহানপুরে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া অভিযানে ১ জনকে গ্রেফতার করে ডিবি।

আরও পড়ুন

সর্বশেষ