সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমমতা-পিপিএইচপি প্রকল্পের বার্ষিক সম্মিলন’২০১৪ স¤পন্ন

মমতা-পিপিএইচপি প্রকল্পের বার্ষিক সম্মিলন’২০১৪ স¤পন্ন

শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তিমুক্ত রেখে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- এম.এ.লতিফ এমপি  । pphp annual sharing assembly 2014১৫ ডিসেম্বর   ২০১৪ সোমবার আর্ন্তজাতিক দাতা সংস্থা সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এর কারিগরী ও আর্থিক সহায়তায় বাস্তবায়িত  – মমতা পিপিএইচপি প্রকল্পের বার্ষিক সম্মিলন’২০১৪  হালিশহরস্থ পোর্ট কানেকটিং রোডের “প্রিন্স অব চিটাগাং কমিউনিটি সেন্টারে” অনুষ্ঠিত হয়।দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের ১ম পর্ব  মমতার প্রধান নির্বাহী লায়ন আলহাজ্ব রফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের  চট্টগ্রাম -১১আসনের   মাননীয় সংসদ সদস্য জনাব এম এ লতিফ এমপি ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের যুগ্ন শ্রম পরিচালক জনাব মোহাম্মদ রুহুল আমিন, , জেলা সমাজ সেবা কার্যালয়,চট্টগ্রামের উপ-পরিচালক-মিসেস বন্দনা দাশ, সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের পরিচালক,শিশু সুরক্ষা জনাব লায়লা খন্দকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত প্যানেল মেয়র মোহাম্মদ হোসাইন, ওয়ার্ড কাউন্সিলর আরজু শাহাবুদ্দীন,  ফেরদৌস আরা তাহের, আফরোজা কালাম, রেহেনা বেগম রানু,শাহানুর বেগম,স্কুল পরিদর্শক শাহেদা আক্তার । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার চাইল্ড প্রোটেকশন মোঃ ফিরোজুল ইসলাম মিলন, সিনিয়র ম্যানেজার চাইল্ড প্রোটেকশন মোঃ রবিউল আলম, ম্যানেজার চাইল্ড প্রোটেকশন মোস্তফা ফিরোজ, ম্যানেজার চাইল্ড প্রোটেকশন আলম তুহিন ,মমতার সভাপতি সাদ উল্লাহ চিশতি, মমতার সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম যোসেফ ।২য় পর্বে শিশুদের সুরক্ষা বিষয়ে একটি রাউন্ড টেবিল মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন মমতার উপ প্রধান নির্বাহী জনাব মোঃ ফারুক ।উক্ত সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর বৃন্দ,সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের প্রতিনিধি বৃন্দ, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি বৃন্দ,  সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির প্রতিনিধি বৃন্দ,, বেসরকারী সংস্থা প্রতিনিধি বৃন্দ, স্কুল/মাদ্রাসার শিক্ষক,স্কুল ম্যানেজম্যান্ট কমিটির সদস্য ও কর্মক্ষেত্র,বস্তি ও স্কুলের শিশু প্রতিনিধি বৃন্দ অংশগ্রহন করেন । উক্ত অনুষ্ঠানে প্রায়  ৭০০ শিশু ও তাদের অভিভাবক, সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ,স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি,স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী ও আইনি সহায়তা প্রদানকারী বেসরকারী সংস্থা , স্কুল/মাদ্রাসার শিক্ষক,স্কুল ম্যানেজম্যান্ট কমিটির সদস্য এবং ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন । প্রধান অতিথির বক্তব্যে জনাব এম এ লতিফ এমপি বলেন-শিশুদেরকে মার দিয়ে বা গালি দিয়ে মানুষের মত মানুষ করা যাবে না ।আদর ভালবাসা ও মমত্ব দিয়ে  বিশেষ করে শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তিমুক্ত রেখে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে ।অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।

আরও পড়ুন

সর্বশেষ