শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েসোমবার রাজশাহীতে ছাত্রদলের হরতাল

সোমবার রাজশাহীতে ছাত্রদলের হরতাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলামের হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত ও বিচারসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী মহানগর এলাকায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। গত ২৮ নভেম্বর মহানগর এলাকায় বিক্ষোভ কর্মসূচি চলাকালে এ হরতালের ডাক দেয় সংগঠনটি। হরতালের সমর্থনে ৩০ নভেম্বর মহানগরীর চারটি থানা শাখা ছাত্রদল পৃথকভাবে মিছিল করেছে।

দুপুরে মহানগরীর কোর্ট শহীদ মিনার এলাকায় রাজপাড়া থানা ছাত্রদল হরতালের সমর্থনে মিছিল বের করে। বিকেলে মতিহার থানা ছাত্রদল বিনোদপুর ও তালাইমারি এলাকায় এবং শাহ মখদুম থানা ছত্রদল মহানগরীর শালবাগান ও রেলগেট এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে।

ড. শফিউল ইসলাম লিলন হত্যায় জড়িত প্রকৃত অপরাধীদের বিচার দাবি, পিএসসিসহ সকল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য বন্ধ, বিসিএস পরীক্ষায় দলীয় কর্মীদের নিয়োগ দেয়া বিষয়ে এইচটি ইমামের বক্তব্যর প্রতিবাদ, শিক্ষা প্রতিষ্ঠানে সকল ছাত্রদের সহাবস্থান নিশ্চিত ও ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ হরতাল কর্মসূচি দিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ