সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়ইবি বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশ

ইবি বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশ

শিক্ষার্থী নিহত হওয়ার জের ধরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস বন্ধ ও আবাসিক হল ত্যাগের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ক্যাম্পাসের ছাত্রীরা। ৩০ নভেম্বর রোববার বিকেল পৌনে ৪টার দিকে ফজিলাতুন্নেসা মুজিব হল ও খালেদা জিয়া হলের ছাত্রীরা এ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে সহস্রাধিক ছাত্রী অংশ নেয়। এ সময় ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ও ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয়। এ সময় রোববার সন্ধ্যা ৬টার মধ্যে ছেলেদের ও সোমবার সকাল ১০টার মধ্যে মেয়েদের আবাসিক হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ঘোষণা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিকেল পৌনে ৪টার দিকে দুই আবাসিক ছাত্রী হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। বিকেল সোয়া ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন।

এর আগে, দুপুর ১২টার দিকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র টিটু বিশ্ববিদ্যালয়ের বাসে উঠতে গিয়ে অপর বাসের চাপায় নিহত হন। এর জের ধরে ইবি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অর্ধশত বাস পুড়িয়ে দেয়।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ