শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদরাজনীতিসরকারের সমর্থন থাকায় পুলিশের সাহায্যে বিমানবন্দর থেকে বের হয়ে গেছেন লতিফ সিদ্দিকী...

সরকারের সমর্থন থাকায় পুলিশের সাহায্যে বিমানবন্দর থেকে বের হয়ে গেছেন লতিফ সিদ্দিকী : মির্জা ফখরুল

লতিফ সিদ্দিকীর পেছনে সরকারের বড় সমর্থন রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তিনি বলেন, ২২টি মামলায় গ্রেফতারের আদেশ থাকা সত্ত্বেও, সরকারের সমর্থন থাকায় পুলিশের সাহায্যে বিমানবন্দর থেকে বের হয়ে গেছেন লতিফ সিদ্দিকী।

২৪ নভেম্বর সকালে বাংলাদেশ সফররত সুইডেনের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ইসাবেল্লা লোভিনের সঙ্গে বৈঠকে শেষে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, সুইডিশ রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মিডিয়ার স্বাধীনতা, মানুষের অধিকার, মানবাধিকার পরিস্থিতি কী রকম? আমরা বলেছি গণতন্ত্রসহ সব বিষয় আরো উন্নত হওয়া দরকার। তারা এসব বিষয়ে একমত হয়েছেন বলে জানান ফখরুল।

ফখরুল বলেন, বাংলাদেশে উন্নয়নমূলক প্রজেক্টে কাজ করতে এসেছেন তারা। এসব প্রজেক্টে বিরোধী দল হিসেবে আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছেন। বিশেষ করে জলবায়ু সর্ম্পকে। এর আগে সকাল সাড়ে ১০টার পর বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতের গুলশান-২ নম্বরের ৬৩ নং রোডের ২৬ নম্বর বাড়িতে ইসাবেল্লা লোভিনের সঙ্গে বৈঠকে বসেন মির্জা ফখরুল। বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান,ইনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ।

আরও পড়ুন

সর্বশেষ