শনিবার, জুন ১, ২০২৪
প্রচ্ছদজাতীয়বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম

বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম

লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবিতে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। বুধবারের মধ্যে গ্রেফতার না হলে এই হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। সোমবার হাটহাজারী মাদ্রাসায় এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন হেফাজতের আমীর আল্লামা আহমদ শফী। বেলা সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনের মহাসচিব আল্লামা জুনাইদ বাবু নগরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ হেফাজতের নেতারা উপস্থিত ছিলেন।

আল্লামা আহমদ শফীর প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ সাংবাদিকদের জানান, লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজত। বুধবারের মধ্যে তাকে গ্রেফতার করা না হলে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

  • বিষয়:
  • UMo
আরও পড়ুন

সর্বশেষ