সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসাদার্ন ইউনিভার্সিটিতে বৃটিশ কাউন্সিল এর “ ইংরেজী কবিতা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাদার্ন ইউনিভার্সিটিতে বৃটিশ কাউন্সিল এর “ ইংরেজী কবিতা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

BCসাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ও বৃটিশ কাউন্সিল বাংলাদেশ এর যৌথ আয়োজনে সাদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে“ ইংরেজী কবিতা” বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর ২০১৪ এ অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ আর্ট স্কলার সাবরিনা মাহফুজ। কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা জনাব সরওয়ার জাহান। এই সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ডঃ মনতাজুল ইসলাম চৌধুরী ও ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান।

এই সময় প্রধান অতিথি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “এই প্রথম বৃটিশ কাউন্সিল এবং সাদার্ন ইউনিভার্সিটি যৌথ উদ্যোগে ইংরেজী কবিতা নিয়ে কর্মশালার আয়োজন করেছে। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমি আশা করি এই ধরনের কর্মশালা ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক প্রণোদনার সৃষ্টি করবে এবং কবিতা ও সাহিত্য নিয়ে তাদের সৃষ্টিশীলতাকে আরো উৎসাহিত করবে”। কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার ডঃ মনতাজুল ইসলাম চৌধুরী ও ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান। কর্মশালার সার্বিক সহযোগীতা এবং তত্ত্বাবধানে ছিলেন জেনারেল এডুকেশন বিভাগের প্রধান ডঃ শাখাওয়াতুল্লাহ চৌধুরী ,ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক মোঃ হাসান এবং বৃটিশ কাউন্সিল চট্টগ্রামের এর রিসোর্স সেন্টার কর্মকর্তা জনাব মাসুদুল আলম।

আরও পড়ুন

সর্বশেষ