শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদজাতীয়স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে বিমানের ডিজিএমসহ আটক ৫

স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে বিমানের ডিজিএমসহ আটক ৫

স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমানের ফ্লাইট সার্ভিসের ডিজিএম ইমদাদ হোসেন, চিফ অব প্লানিং অ্যান্ড সিডিউলিং ক্যাপ্টেন আবু মো. আসলাম শহিদ ও সিডিউলিং ম্যানেজার মো. তোজাম্মেল হোসেনসহ পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাতে উত্তরা ও বসুন্ধরায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক অন্য দু’জন হলেন- বিমানের ঠিকাদার মাহমুদুল হক পলাশ ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী হারুনুর রশিদ। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের অভিযোগ রয়েছে আটকদের বিরুদ্ধ। মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে এ বিষয়ে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ