সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েখুলনা বিভাগসুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। নিহতরা বনদস্যু বাহিনীর সদস্য বলে দাবি করেছে র‌্যাব।  র‌্যাব জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত এ ‘বন্দুকযুদ্ধ’ সংঘটিত হয়। নিহতরা হলেন- বনদস্যু দারোগা বাহিনীর প্রধান এনামুল হাওলাদার ওরফে দারোগা ও অপরজন হলেন এনামুলের সহযোগী সাইফুল। র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের উপ-পরিচালক রুম্মান মাহমুদ বলেন, ‘দারোগা বাহিনীর একটি গ্রুপ চাঁদপাই রেঞ্জে অবস্থান করছে। এমন সংবাদে র‌্যাব-৮ এর একটি টিম সকালে অভিযান চালায়। এ সময় দারোগা বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। প্রায় এক ঘণ্টা উভয়পক্ষের গুলি বিনিময় হয়। এরপর ঘটনাস্থলে দুই বনদস্যুর লাশ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশী শর্টগান, একটি কাট রাইফেল, পাঁচটি পাইপগান, তিনটি এসবিবিএল বন্দুক (বিদেশী), বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের এই কর্মকর্তা দাবি করেন।
আরও পড়ুন

সর্বশেষ