রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদরাজনীতিরিভিউয়ের আগে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করবেন না কামারুজ্জামান

রিভিউয়ের আগে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করবেন না কামারুজ্জামান

মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান রিভিউয়ের আগে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করবেন না বলে জানিয়েছেন তার আইনজীবীরা। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে কামারুজ্জামানের আইনজীবী ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, আমরা মনে করি রিভিউ আবেদনে কামারুজ্জামান ন্যায়বিচার পাবেন। তাই আমরা অবশ্যই রিভিউ করবো এবং তারপর পরবর্তী করণীয় নিয়ে ভাববো। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আইনমন্ত্রী ৭ দিনের ব্যাখ্যা থেকে সরে আসবেন।
প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত সোমবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর ৯ই মে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেন। ১৯৭১ সালে আল-বদর বাহিনীর ময়মনসিংহ জেলা প্রধান ছিলেন কামারুজ্জামান। হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ তার বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ