চট্টগ্রামে রেলের ৪৮ লাখ টাকার টেন্ডার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে এক শিশুসহ দুই জন নিহত হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে নগরীর সিআরবি সাতরাস্তার মোড়ে রেলের পূর্বাঞ্চলীয় সদরদপ্তরের সামনে ছাত্রলীগের দুটি পক্ষ এই গোলাগুলিতে জড়ায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নিহতরা হলেন- আরমান হোসেন (৮) ও সাজু পালিত (২৪)।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজামউদ্দীন জানান, ফেনী রেলস্টেশনের সংস্কার কাজের ৪৮ লাখ টাকার টেন্ডার জমা দেয়া নিয়ে দুই পক্ষের তর্কাতর্কি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গোলাগুলি শুরু হয়। এ সময় উভয়পক্ষ প্রায় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়ে।
এতে গুলিবিদ্ধ হয়ে আরমান ঘটনাস্থলেই নিহত হয়। আর পথচারী সাজুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এই সংঘর্ষে ছাত্রলীগের সংশ্লিষ্টতা নিয়ে এক প্রশ্নের জবাবে নেজামউদ্দীন বলেন, “যারা সংঘর্ষে ছিল তারা ছাত্র, তবে ছাত্রলীগের কি না তা তদন্ত শেষে বলা যাবে।”