মঙ্গলবার, মে ৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েশাহবাগে অবস্থান নিয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা

শাহবাগে অবস্থান নিয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। বুধবার সকাল ১১ টার পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান ও কামাল পাশা গ্রুপের পাশাপাশি জাসদ ও ছাত্রলীগের কর্মীরা শাহবাগে অবস্থান নিয়েছেন। অবস্থানরত কর্মীরা ঘোষণা দিয়েছেন, যদি সমঝোতার রায় হয় তবে তারা দুর্বার আন্দোলন করবেন। তাদের স্লোগানে নিজামীর ফাঁসি এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি শোনা যায়।মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, রায় ঘোষণা না হওয়া পর্যন্ত অবস্থান চলবে। রায় ঘোষণার পর তার বিভিন্ন দিক বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, নিজামীর যে অপরাধ তার মৃত্যুদণ্ডই হতে পারে সর্বনিম্ন শাস্তি। গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের অভিযোগগুলোর জন্য তার মৃত্যুদণ্ডের প্রত্যাশা করছি।
আরও পড়ুন

সর্বশেষ