শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদরাজনীতিকেন্দ্রীয় শহীদ মিনারকে সরকার নিজস্ব সম্পত্তি বানানোর চেষ্টা করছে

কেন্দ্রীয় শহীদ মিনারকে সরকার নিজস্ব সম্পত্তি বানানোর চেষ্টা করছে

কেন্দ্রীয় শহীদ মিনারকে সরকার নিজস্ব সম্পত্তি বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক  সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, প্রয়াত পিয়াস করিম গণতন্ত্রের পক্ষে কথা বলতেন বলেই ‘অবৈধ’ সরকার লালিত কিছু ছাত্র সংগঠন তার মরদেহ শহীদ মিনারে নিতে বাঁধা দিচ্ছে। এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়, সরকার কেন্দ্রীয় শহীদ মিনারকেও নিজস্ব সম্পত্তি বানানোর চেষ্টা করছে।

দেশে সব ধরনের ‘নৈরাজ্যে’র জন্য ৫ জানুয়ারির নির্বাচনকে দায়ী করে তিনি বলেন, এই সরকার কেবল বিএনপি নয় গোটা দেশকে ধ্বংস করছে। বিশেষ করে লোক দেখানো পাসের হার বাড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দিচ্ছে। দমন-পীড়নকারী যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের পুরস্কৃত করা হচ্ছে অভিযোগ তুলে রিজভী বলেন, দু-একটি ঘটনায় এদের মধ্যে দু-একজনকে গ্রেফতার করা হলেও পরে ছেড়ে দেওয়া হচ্ছে। সবই করা হচ্ছে লোক দেখানোর জন্য। তিনি বলেন, এই অবৈধ সরকারের মন্ত্রীরা এখন হজ, তাবলীগ-জামাত নিয়ে কটূক্তি করতে দ্বিধা করছেন না। দেশের মানুষ এসব থেকে অবসান চায়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে যুবদলের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম আযাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ