শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদরাজনীতিগণতন্ত্র ‘পুনরুদ্ধারে’ সকল ছাত্র সংগঠনের সহযোগিতা চেয়েছে ছাত্রদল

গণতন্ত্র ‘পুনরুদ্ধারে’ সকল ছাত্র সংগঠনের সহযোগিতা চেয়েছে ছাত্রদল

গণতন্ত্র ‘পুনরুদ্ধারের’ আন্দোলনে সকল ছাত্র সংগঠনের সহযোগিতা চেয়েছে নবগঠিত জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতারা। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের নতুন সভাপতি রাজিবুল হাসান এ সহযোগিতা চান। তিনি বলেন, তারুণ্যকে প্রধান্য দিয়ে গঠিত জাতীয়তাবাদী ছাত্রদল ‘বিলুপ্ত’ গণতন্ত্র ‘পুনরুদ্ধারে’ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে। সে আন্দোলনে সকল ছাত্র সংগঠনের সহযোগিতা কামনা করছি।

রাজিব আহসান বলেন, আমাদের বিশ্বাস গণতন্ত্র রক্ষার এ আন্দোলনে আমরা সফল হবো। সরকারের জুলম-নির্যাতন আমাদের আন্দোলন বন্ধ করতে পারবে না। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসানসহ সংগঠনের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী। এদিকে বুধবার বেলা ১২টার দিকে রাজিব আহসান ও মো. আকরামুল হাসানের নেতৃত্বে নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন সংগঠনের নেতারা। এ সময় তাদেরকে স্বাগত জানিয়ে স্লোগান দেন সেখানে আগে থেকে অবস্থান নেওয়া সংগঠনের প্রায় তিন শতাধিক নেতা-কর্মী।

আরও পড়ুন

সর্বশেষ