শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ব্যাংকে নিয়োগপ্রার্থীর বয়সের উচ্চসীমা ৩০ বছরের বেশি নয় - বিবি

ব্যাংকে নিয়োগপ্রার্থীর বয়সের উচ্চসীমা ৩০ বছরের বেশি নয় – বিবি

ব্যাংকে নিয়োগপ্রার্থীর বয়সের উচ্চসীমা ৩০ বছরের বেশি নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি) । এ ব্যাপারে বিবি রোববার প্রাজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক কে.এম আব্দুল ওয়াদুদের রোববার স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য  জানা যায়। বিআরপিডির প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ব্যাংকসমূহের কর্মকর্তা বা কর্মচারী নিয়োগে সরকারি নিয়োগ বিধি অনুসরণ না করে নিজস্ব বিবেচনায় নিয়োগপ্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হচ্ছে।

ফলে নিয়োগক্ষেত্রে অসমতা পরিলক্ষিত হওয়ার পাশাপাশি ব্যাংকের সামাজিক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন হচ্ছে। এ প্রেক্ষিতে ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারীদের নতুন নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিমালার অনুসরণে নিয়োগপ্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০(ত্রিশ) বছর নির্ধারণ করার জন্য ব্যাংকসমূহকে নির্দেশ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

আরও পড়ুন

সর্বশেষ