রবিবার, জুন ২, ২০২৪
প্রচ্ছদজাতীয়আজহারের যুদ্ধাপরাধের রায় যেকোনো দিন

আজহারের যুদ্ধাপরাধের রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মামলার রায় দেওয়া হবে যেকোনো দিন। বৃহস্পতিবার মামলাটির যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের মাধ্যমে বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বৃহস্পতিবার আসামিপক্ষের যুক্তিতর্কের পাল্টা ও সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ।এরপর যেকোনো দিন রায় দেওয়া হবে বলে অপেক্ষমাণ (সিএভি) রেখে দেন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। এ সময় আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন এটিএম আজহারুল ইসলাম।
আরও পড়ুন

সর্বশেষ