রোববার আওয়ামী লীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগ ও এর সহযোগী, অঙ্গ সংগঠন সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উৎযাপন করবে।
কেন্দ্রীয় কর্মসূচীর পাশাপাশি ঢাকা মহানগর আওয়ামী লীগ আলাদাভাবে দিবসটি পালনের কর্মসূচি হাতে নিয়েছে।
রোববার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট থেকে একটি গণ-শোভাযাত্রা বের করবে।
কেন্দ্রীর কর্মসূচির মধ্যে রয়েছে, ওই দিন ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আওয়ামী লীগের জন্ম। প্রতিষ্ঠাকালে মওলানা আবদুল হামিদ খান ভাসানী দলটির সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক এবং ওই সময়ে কারাবন্দি শেখ মুজিবুর রহমান যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন।