বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঝালকাঠিতে পুলিশ-বিএনপি সংঘর্ষ: আহত ২৫

ঝালকাঠিতে পুলিশ-বিএনপি সংঘর্ষ: আহত ২৫

jhalkhatiঝালকাঠির রাজাপুরে বিএনপিকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ  হয়েছে। এসময় বিএনপিকর্মীরা থানায় হামলা ও ভাঙচুর করেছে। এতে এক পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হয়েছে।

শনিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজাপুর উপজেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা থানায় হামলা চালায় ও ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে মিছিলটি  ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে রাজাপুর থানার উপপরিদর্শক আতিকুর রহমান সহ বিএনপির ২৫ নেতা কর্মী আহত হয়। পরে বিএনপি নেতা কর্মীরা রাজাপুর থানা লক্ষকরে ইট পাটকেল ছুড়লে নতুন ভবনের কয়েকটি জানালার কাঁচ ভেঙ্গ যায়। এই ঘটনায় বিএনপির ১৯ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ