বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়রিহানার একি কাণ্ড!

রিহানার একি কাণ্ড!

rihanমাইক্রোফোনের ভিন্ন ধরণের ব্যবহারে আলোচনায় আসলেন পপ স্টার রিহানা! গতকাল বার্মিংহামে অনুষ্ঠিত কনসার্টে এক ভক্তকে তিনি আঘাত করেছেন মাইক্রোফোন দিয়ে। পুরো দৃশ্যটি ক্যামেরায় ধারণকৃত ছিল। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মারফত তা ছড়িয়ে পড়ে বিশ্বময়। জনপ্রিয়তার তুঙ্গে থাকা পপ স্টার ইমেজের সঙ্গে ঘটনাটি যুক্ত করেছে কালিমা।

দর্শককে আঘাত করা ছাড়াও বিপত্তি ঘটিয়েছেন রিহানা সেদিন। অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের দু’ঘণ্টা পরে হাজির হয়েছিলেন। উৎসুক ভক্তরা অসন্ততুষ্ট ছিলেন। পারফর্মরত অবস্থায় দর্শককে আঘাতের ঘটনায় তারা বিরক্ত হতেই পারেন।

স্টেজে গান গাইতে গাইতে দর্শকদের দিকে এগিয়ে গিয়েছিলেন রিহানা। এতেই ঘটে বিপত্তি। অতি উৎসাহী এক ভক্ত তখন এগিয়ে আসেন রিহানার দিকে। তখনই হাতের মাইক্রোফোন দিকে দর্শককে আঘাত করেন রিহানা।
বয়ফ্রেন্ড ক্রিস বাউনের সঙ্গে অতি সম্প্রতি বিচ্ছেদ ঘটেছে ‘রিরি’ ডাক নামের ২৫ বছর বয়সী এই সঙ্গীত শিল্পীর।

আরও পড়ুন

সর্বশেষ