শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েনানা কর্মসূচির মধ্য দিয়ে সাইফুর রহমানকে স্মরণ করেছে সিলেট বিএনপি

নানা কর্মসূচির মধ্য দিয়ে সাইফুর রহমানকে স্মরণ করেছে সিলেট বিএনপি

নানা কর্মসূচির মধ্য দিয়ে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানকে স্মরণ করেছে সিলেট বিএনপি। শুক্রবার তার পঞ্চম মৃত্যুবাষির্কীতে সিলেট বিএনপি ও এম সাইফুর রহমান স্মৃতি সংসদ  ঘোষিত এ কর্মসূচি পালিত হয়। এতে জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন অংগসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। শুক্রবার সকাল ৮টায় মরহূমের মৌলভীবাজারের বাহারমর্দনে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে বাদ জুমা বন্দরবাজার জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জীবদ্দশায় দেশ ও জাতির কল্যাণে তার সব কর্মকাণ্ড, অবদান স্মরণ করে মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
mayor_pic_1
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় সদস্য ও এম সাইফুর রহমান স্মৃতি সংসদের আহ্বায়ক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম নুরুল হক, মহানগর বিএনপির সভাপতি এম এ হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, আবুল কাহের শামীম, আলী আহমদ, আব্দুল মান্নান, মাহবুবুর হক চৌধুরী ফয়ছল, মিসবাউল কাদির ফাহিম, আব্দুস শহিদ চেয়ারম্যান, অ্যাডভোকেট আবুল ফজল, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, ইশতিয়াক সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, সাইদ আহমদ, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, আব্দুস সামাদ তুহেল, আব্দুর রকিব চৌধুরী, সুহিন আহমদ, আব্দুর রউফ, আহমদ জিলু, উসমান গনি প্রমুখ। এছাড়াও মরহুম এম সাইফুর রহমানের পরিবারের পক্ষ ছেলে কায়ছার রহমান টিটুসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে, কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সিলেট নগরীর বাগবাড়ি ও রায়নগর এতিম খানায় শিশুদের মাঝে খাবার বিতরণ করেন সিলেট মেয়র আরিফুল হক চৌধুরী।

আরও পড়ুন

সর্বশেষ