শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদরাজনীতিবর্তমান সংসদ বিরোধী দল ছাড়াই চলছে, যা গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় :...

বর্তমান সংসদ বিরোধী দল ছাড়াই চলছে, যা গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় : রফিকুল ইসলাম মিয়া

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সংসদীয় গণতন্ত্রের মূল ভিত্তিই হচ্ছে বিরোধী দল। অথচ বর্তমান সংসদ বিরোধী দল ছাড়াই চলছে, যা গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘প্রস্তাবিত জাতীয় সম্প্রচার  নীতিমালা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, নতুন সম্প্রচার নীতিমালায় সম্প্রচার কমিশনে কারা থাকবে তা স্পষ্ট নয়। সরকার নিজের স্বার্থ হাসিলের জন্যই এটি করেছে।  সাংবাদিকরা বিভক্ত হওয়ার কারণেই গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরার সরকার সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি হাজী মো. লিটনের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, এই কালো সম্প্রচার নীতিমালা থাকবে না। কারণ কিছু দিন পর সরকারই থাকবে না। সভা সঞ্চালনা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার।

আরও পড়ুন

সর্বশেষ