বাড়িতে নাকি সারাদিন নগ্ন অবস্থাতেই থাকেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিসটন। সম্প্রতি তার একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা মিরর।
সূত্রটি জানায়, সম্প্রতি ‘ব্রুস অলমাইটি’ ও ‘হরিবল বসেস’ খ্যাত জেনিফার নিজ বাসা ছেড়ে তার বাগদত্তা জাস্টিন থিরৌক্সের বাসায় উঠেছেন। সেখানেই নাকি এখন বাসায় সারাদিন নগ্ন থাকেন এই ৪৪ বছর বয়সী অভিনেত্রী।
শুধু তাই নয়, নগ্ন অবস্থাতেই নাকি তিনি বাসায় স্বাভাবিকভাবে চলাফেরা করেন এমনকি রান্নাও করেন।
যদিও শুরুর দিকে নগ্ন অবস্থায় জেনিফার খানিকটা অস্বস্তি বোধ করলেও এখন নাকি এ অবস্থাতেই তিনি স্বাভাবিক বোধ করেন বলেও জানায় সূত্রটি।