ঢাকা সফররত কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মার সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিবার্তাকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকায় কমনওয়েলথ নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের দশম সম্মেলনে অংশ নিতে রবিবার ঢাকায় পৌঁছান কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা।
২০০৮ সালের এপ্রিলে কমনওয়েলথের পঞ্চম মহাসচিব হিসেবে দায়িত্ব নেন কমলেশ। ভারতীয় এই কূটনীতিক ২০০১ সালে অবসর নেয়ার আগে জাতিসংঘে তার দেশের স্থায়ী প্রতিনিধি ও যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে কাজ করেছেন। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পূর্ব তিমুরে জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।