সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনলিও মোহাম্মদ ওবায়দুর রহমান লিও অব দ্যা ইয়্যার নির্বাচিত

লিও মোহাম্মদ ওবায়দুর রহমান লিও অব দ্যা ইয়্যার নির্বাচিত

লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির পরিচালক লিও  মোহাম্মদ ওবায়দুর রহমান আর্ন্তজাতিক লায়ন্স জেলা  লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের আওতাধীন লিও জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের বার্ষিক কনফারেন্সে  লিও অব দ্যা ইয়্যার নির্বাচিত হয়েছেন । লিও ওবায়দুর রহমান রাঙ্গুনিয়া বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা হাফেজ বজলুর রহমান রাহমাতুল্লা আলাইহির দৌহিত্র ও পীরে তরিকত হযরত আল্লামা মাওলানা জিল্লুর রহমান আলী শাহ রাহমাতুল্লা আলাইহির কনিষ্ঠ সন্তান ।বর্নাঢ্য সেচ্ছাসেবী ক্যারিয়ারের অধিকারী লিও ওবায়দুর রহমান চট্টগ্রাম কলেজ থেকে ইংরেজী সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন ।২০১১-২০১২ সেশনে লিও জেলার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন কারী লিও ওবায়দুর ইতিপূর্বে বাংলাদেশের অন্যতম ব্লাড ডোনেশন অর্গানাইজার হিসেবে ২০০৮ ও ২০০৯ সালে পরপর দুইবার  আর্ন্তজাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি  ওঋজঈঝ  কর্তৃক বেস্ট ব্লাড অর্গানাইজার এ্যাওয়ার্ড  লাভ করেন । উল্লেখ্য লিও ওবায়দুর রহমান ২০০৯ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির  যুব প্রতিনিধি হিসেবে মালয়শিয়া ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের যুব দূত হিসেবে ২০০৬সালে ভারতের রিপাবলিক ডে ক্যাম্পে অংশগ্রহন করেন ।লিও ওবায়দুর রহমান লিও ক্লাব ইম্পেরিয়াল সিটির স্থায়ী প্রকল্প হযরত শাহ জিল্লুর রহমান (র.) লায়ন্স চ্যারিটেবল আই সেন্টার ও মাহবুবা সুলতানা লায়ন্স সেলাই প্রশিক্ষন কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ।এ ছাড়াও তিনি আন্তর্জাতিক দূর্যোগ নেটওয়ার্ক (আইডিআর এন ),  চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ,চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতি, বাংলাদেশ এক্র ক্যাডেট এ্যাসোসেিয়শন,কর্ণফুলী রেজিমেন্ট এক্র ক্যাডেট এ্যাসোসেিয়শনের আজীবন সদস্য হিসেবে জড়িত আছেন।বর্তমানে তিনি বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা মমতাতে কর্মরত আছেন ।

আরও পড়ুন

সর্বশেষ