বাংলাদেশ জাতীয় সংসদে শিশুদের জন্য ‘শিশু বিল-২০১৩’ পাস হওয়ায় জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এবং শিশু অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক সংগঠন সেভ দ্যা চিলড্রেন অভিনন্দন জানিয়েছে।
এ বিলকে শিশুদের সুরক্ষার ক্ষেত্রে মাইলফলক হিসেবে অভিহিত করে তারা বলেছে, শিশু অধিকার সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের ভিত্তিতে নতুন এ আইন শিশুদের সুরক্ষায় ভূমিকা রাখবে।
ইউনিসেফ-এর প্রতিনিধি প্যাসকল ভিলেনিউভ বলেন, জাতীয় সংসদে শিশুদের বিল পাসের ঘটনা বাংলাদেশের শিশুদের জন্য একটি মাইলফলক।
তিনি বলেন, নতুন আইনে ১৮ বছরের নিচে যে কাউকেই শিশু হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে যা আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ।