বুধবার, মে ৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়ইপিজেড শ্রম আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা

ইপিজেড শ্রম আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা

ইপিজেড (রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল) শ্রম আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।

মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, এই আইনের খসড়া অনুযায়ী সমিতির মাধ্যমে শ্রমিকদের দর-কষাকষি করার মত থাকবে। সমিতি করার জন্য সংশ্লিষ্ট কারখানার ৩০ শতাংশ শ্রমিককে ইপিজেড কর্তৃপরে কাছে আবেদন করতে হবে। এরপর আবেদনকারীদের মধ্যে ভোট হবে। তাদের ৫০ শতাংশ যদি সমিতির পক্ষে থাকে, তাহলে সমিতি হবে। বৈঠকে রফতানি উন্নয়ন ব্যুরো আইনের খসড়া এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ (সংশোধন) আইনেরও খসড়া অনুমোদন দেয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ