সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদখেলার সময়বাংলাদেশ মাত্র ১০৬ রানের টার্গেটে খেলতে নেমে ভারতের বিপক্ষে ৪৭ রানে পরাজয়...

বাংলাদেশ মাত্র ১০৬ রানের টার্গেটে খেলতে নেমে ভারতের বিপক্ষে ৪৭ রানে পরাজয়

৪১ ওভারে মাত্র ১০৬ রানের টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ সফরকারী ভারতের বিপক্ষে পরাজয় মেনে নিল ৪৭ রানের। বাংলাদেশ ১৭.৪ ওভারে মাত্র ৫৮ রান করতেই অল আউট হয়। ১০৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলে তামিম ইকবাল মোহিত শর্মার বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

তৃতীয় ওভারের শেষ বলে আরেক ওপেনার আনামুল হক পয়েন্টে দাঁড়ানো রাহানের হাতে ক্যাচ দিলে মোহিত শর্মা দ্বিতীয় উইকেট পান। মুশফিক করেছেন মাত্র ১১ রান। বিন্নির জোড়া আঘাতে মিথুন ও মাহামুদুল্লাহ সাজঘরে ফিরেছেন। মিথুন পাঁচ চারে ২৬ রান করলেও রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন মাহামুদুল্লাহ। দলের খাতায় দুই রান যোগ হতেই সাকিবও ব্যক্তিগত ৪ রানে সাজঘরের পথ ধরেন।

জিয়াউর এবং মাশরাফি দলের হাল ধরতে না পারলে হারের আশঙ্কায় পড়ে বাংলাদেশ। নাসির, আল আমিন দলের জন্য অবদান রাখতে না পারলে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় লাল-সবুজরা। বাংলাদেশ পাওয়ার প্লে’র আট ওভারে দুই উইকেটে ৩৩ রান করে। দলীয় অর্ধশতক আসে ৭৫ বলে।

অভিষেকেই ভারতের বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়ে বিশ্বক্রিকেটে শুভ সূচনা করলেন পেসার তাসকিন আহমেদ। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে অল আউট হওয়ার আগে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১০৫ রান। ২৫.৩ ওভার থেকে তারা এই রান করেছিল।

এর আগে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। এই হারের ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০ তে জিতে নিল ভারত। নিয়ম রক্ষার শেষ ওয়ানডে হবে ১৯ জুন।

আরও পড়ুন

সর্বশেষ