শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়এখন থেকে সকল ব্যাংক হিসাব খোলার ফরম বাংলায়

এখন থেকে সকল ব্যাংক হিসাব খোলার ফরম বাংলায়

এখন থেকে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে গ্রাহক সংশ্লিষ্ট সকল ফরম ইংরেজির পাশাপাশি বাংলায় ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিকেলে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে আরো বলা হয়, হিসাব খোলা সংক্রান্ত সকল ফরম ও নীতিমালাও ইংরেজির পাশাপাশি বাংলায় করতে হবে।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে দূতাবাস ও বিদেশি প্রতিষ্ঠান ছাড়া দেশের সকল প্রকার সাইনবোর্ড, বিজ্ঞাপন, নামফলক ও গাড়ির নম্বর প্লেট বাংলায় করার নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর গত ৫ মে বাংলাদেশ ব্যাংক হাইকোর্ট বিভাগের আদেশটি পালন করতে বলে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে।

আরও পড়ুন

সর্বশেষ