শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদআরো খবর......আন্তর্জাতিক ইউথ লিডারশিপ সামিট ১১ জুন থেকে ঢাকায়

আন্তর্জাতিক ইউথ লিডারশিপ সামিট ১১ জুন থেকে ঢাকায়

বুধবার ১১ জুন থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ইউথ লিডারশিপ সামিট। এ উপলক্ষে সোমবার  জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইউথ লিডারশিপ সেন্টার আয়োজন করে মিট দ্যা প্রেস-এর। এতে উপস্থিত ছিলেন, জাতিসংঘের স্থানীয় তত্ত্বাবধায়ক লিন ওয়ারকার, ইংল্যান্ডের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের প্রতিনিধি সারা কুক, ইউথ লিডারশিপ সেন্টারের সভাপতি এজাজ আহমেদ প্রমুখ।

এ সময় জানানো হয়, তিন দিনব্যাপী আন্তর্জাতিক ইউথ লিডারশিপ সামিট আগামী ১১ থেকে ১৩ জুন ঢাকার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইউথ লিডারশিপ সামিটে তরুণ নেতৃত্ব, জনসেবা, শিক্ষা, কর্মজীবন, টেকসই উন্নয়ন, জন কল্যাণে উদ্ভাবন, জেন্ডার নেতৃত্ব, কার্যকরি নাগিকত্ব বিষয়ে আলোচনা করা হবে। এর পাশাপাশি কিভাবে আগামী দিনগুলোতে বিশ্বে তরুণ নেতৃত্ব গড়ে তোলা যায় এ নিয়ে মতবিনিময় করা হবে। জানা গেছে, আন্তর্জাতিক ইউথ লিডারশিপ সামিটে ৫টি মহাদেশ থেকে মোট ৫০০ জন তরুণ অংশগ্রহণ করবেন। বুধবার এই সামিটের উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গহওর রিজভী।

আরও পড়ুন

সর্বশেষ