শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদআরো খবর......তিস্তা চুক্তি শিগগিরই : আনিসুল ইসলাম মাহমুদ

তিস্তা চুক্তি শিগগিরই : আনিসুল ইসলাম মাহমুদ

যৌথ নদী কমিশনের বৈঠকের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। শিগগিরই বৈঠক হবে, তিস্তা চুক্তিও হবে। রোববার সচিবালয়ে এ আশাবাদ ব্যক্ত করলেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় চীনের সঙ্গে ব্রহ্মপুত্র নদের বন্যা সম্পর্কিত তথ্য বিষয়ক স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য নবায়ন করার পর সচিবালয়ে এ তথ্য দেন মন্ত্রী।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, যৌথ নদী কমিশনের বৈঠকের জন্য বাংলাদেশ চিঠি দিয়েছে ভারতকে। ভারতের পানি সম্পদ মন্ত্রী উমা ভারতীকে আমন্ত্রণ জানানো হয়েছে।  শিগগিরই বৈঠক অনুষ্ঠিত হবে। তিস্তা চুক্তিও বলে বলে আশা করছি।

এদিকে, দীর্ঘদিন থেকেই ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্পের বিরোধিতা করছে বাংলাদেশ। এ প্রেক্ষিতে পানি সম্পদ মন্ত্রী বলেন, যৌথ নদী কমিশনের বৈঠকের সময় ভারতের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে আন্তঃ নদী সংযোগ নিয়েও কথা হবে। আন্তঃনদী সংযোগ প্রকল্প হলে ওদের (ভারতে) দেশেও এর ইফেক্ট পড়বে।

আরও পড়ুন

সর্বশেষ