শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদজাতীয়বৈঠকে বসেছেন জোট নেতারা ও খালেদা জিয়া

বৈঠকে বসেছেন জোট নেতারা ও খালেদা জিয়া

১৯ দলের নেতাদের সঙ্গে নিয়ে বৈঠকে বসেছেন জোট নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত সোয়া ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য আবদুল হালিম, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জাতীয় গণত‍ান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গণি, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিন, ‍মুসলিম লীগের সভাপতি কামরুজ্জামান খান, ন্যাপের (ভাসানী) চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, পিপলস লীগের চেয়ারম্যান অ্যাডভোকেট গরীবে নেওয়াজ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মহিউদ্দীন ইকরাম, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য টিআইএম ফজলে রাব্বি প্রমুখ।

দলীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ১৯ দলীয় জোটে যোগদানের ‍আগ্রহ প্রকাশ করা সাম্যবাদী দলের বিষয় নিয়ে কথা বলতে জোট নেতাদের ডাকা হয়েছে। বামপন্থি দলটিকে ১৯ দলে ভিড়ানোর ব্যাপারে জোট নেতাদের মতামত জানতেই এ বৈঠক।

এছাড়া, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জোটের অবস্থান ও আন্দোলন প্রভৃতি নিয়েও জোট নেতাদের সঙ্গে কথা বলবেন খালেদা।

আরও পড়ুন

সর্বশেষ