শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়দূষণ ও অতিরিক্ত পণ্য বোঝাইয়ের দায়ে চট্টগ্রাম বন্দরে তিন জাহাজকে জরিমানা

দূষণ ও অতিরিক্ত পণ্য বোঝাইয়ের দায়ে চট্টগ্রাম বন্দরে তিন জাহাজকে জরিমানা

কর্ণফুলী দূষণ ও অতিরিক্ত পণ্য বোঝাইয়ের দায়ে বিদেশি একটি পণ্যবাহী জাহাজ ও দেশিয় দুটি তেলবাহী জাহাজকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট ড. অনুপম সাহা এ জরিমানা করেন।

কালো ধোঁয়া নির্গমনের মাধ্যমে কর্ণফুলী দূষণ করায় পানামা পতাকাবাহী সৌল অফ লাক জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জাহাজটির স্থানীয় এজেন্ট সী কনসোর্টিয়াম। এছাড়া অতিরিক্ত পণ্য বোঝাইয়ের দায়ে ওটি সুলতানা সাহাকে ৫০ হাজার এবং কালো তেল নির্গমনের দায়ে ওটি মিউস্যুয়াল এক্সপ্রেসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত সচিব মহিবুল হক বলেন, কর্ণফুলী দূষণ ও অতিরিক্ত পণ্য বোঝাইয়ের দায়ে একটি বিদেশি ও দুটি দেশিয় জাহাজকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ