শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদখেলার সময়পাকিস্তানের ব্যাটিং কোচ জিম্বাবুয়ের গ্রান্ট ফ্লাওয়ার

পাকিস্তানের ব্যাটিং কোচ জিম্বাবুয়ের গ্রান্ট ফ্লাওয়ার

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

জিম্বাবুয়ের সাবেক ওপেনার ব্যাটসম্যান গ্রান্ট ফ্লাওয়ারকে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে পিসিবি। বৃহস্পতিবার বোর্ড এমনটা জানিয়েছে। গ্রান্ট আগস্টে হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পাকিস্তানের সঙ্গে যোগ দিবেন। ‘গ্রান্ট ফ্লাওয়ারের সঙ্গে দুই বছরের চুক্তি সম্পন্ন হয়েছে, যা শুরু হবে আগস্টে’, বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।

এর আগে ওয়াকার ইউনুসকে প্রধান কোচ ও মুশতাক আহমেদকে স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেয় পিসিবি। ইংল্যান্ডের সাবেক ফিল্ডিং কোচ রিচার্ড হালস্যালকে পাকিস্তানের ফিল্ডিং কোচের দায়িত্ব দেয়া হতে পারে। মূলত পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের কোচিং স্ট্যাফদের নতুন ভাবে সাজানো হচ্ছে।

৪৩ বছর বয়সী গ্রান্ট ফ্লাওয়ার জিম্বাবুয়ের হয়ে ৬৭টি টেস্ট এবং ২২১টি ওয়ানডে খেলেছেন। পাকিস্তানের বিপক্ষে ১৯৯৫ সালে হারারেতে ক্যারিয়ার সেরা ২০১ রানের মালিক তিনি। তিনি এর আগে ইংল্যান্ড দলের কোচের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ