শনিবার, জুলাই ২৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবিশ্ব রক্তদাতা দিবস উদযাপন

বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন

CTG BLD DONARফাতেমা বেগম রক্তদান কেন্দ্রের উদ্যোগে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সহযোগিতায় বিশ্ব রক্তদাতা দিবস ও  ফাতেমা বেগম রক্তদান কেন্দ্রের একযুগ পূর্তি উদযাপন করা হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠান সূচনা করেন ভারতীয় হাই কমিশন চট্টগ্রাম এর সহকারী হাই কমিশনার বাবু সোমনাথ ঘোষ। এর পর এক বর্ণাঢ্য র‌্যালী নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ফাতেমা বেগম রেডক্রিসেন্ট রক্তদান কেন্দ্রে এসে শেষ হয়। পরবর্তীতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ শেখ শফিউল আজম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার চট্টগ্রাম এর সহকারী হাই কমিশনার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী আহমেদ নেওয়াজ, কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম. সালাহ উদ্দিন, জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মির্জা জসিম। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিট এ্যাপয়ার্স এর পরিচালক নুরুল ইসলাম খান অসি, যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান কাজী তৌফিকুল আজম, ফাতেমা বেগম রক্তদান কেন্দ্রের ইনচার্জ ডাঃ মিনহাজ উদ্দিন তাহের, হাজেরা তুজ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ দবির উদ্দিন, সরকারি সিটি কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক জসীম উদ্দিন,সরকারি কমার্স কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কামাল উদ্দিন। সভায় প্রধান অতিথি বলেন, জীবনের দুইটি জিনিট দান করলে কখনো শেষ হয় না। একটি হচ্ছে শিক্ষা এবং অপরটি হচ্ছে রক্তদান। তিনি যুব সমাজকে রক্ত দানের মতো মহতী কাজের এগিয়ে আসার আহ্বান জানান। পরবর্তীতে যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপ-প্রধান-১ ও রক্ত বিভাগীয় উপ-প্রধান সেতু সাহার পরিচালনায় ৪০ বার রক্তদানের জন্য জয় দাশ গুপ্তরাজ, ৩০ বার রক্তদানের জন্য জনি সাহা ও রিংকু মল্লিকসহ ২০ বার রক্তদানের জন্য ৯ জন ও ১০ বার রক্তদানের জন্য ৩৩জন রক্তদাতাকে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও গত বছর সর্বোচ্চ রক্তদানের জন্য সরকারী সিটি কলেজ,হাজী মোহাম্মদ মহসিন কলেজ, এশিয়ান ইউনির্ভাসিটি ফর ওমেনস্ কে সাংগঠনিক পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়। ফাতেমা বেগম রক্তদান কেন্দ্রে ১ যুগ ফূর্তিতে রক্তদান কর্মসূচিতে বিশেষ অবদানের জন্য হাজেরাতুজ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ দবির উদ্দিন, সরকারী সিটি কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক জসিম উদ্দিন, সরকারী কর্মাস কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক কামাল উদ্দিন স্যারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এর পরপরই ফাতেমা বেগম রক্তদান কেন্দ্রের প্রাক্তন ইনচার্জ ডা. এম. এ জলিল চৌধুরীকে ব্লাড ব্যাংকের পক্ষ থেকে বিদায়ী সম্মাননা তুলে দেয়া হয়। যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের প্রাক্তন রক্ত বিভাগীয় প্রধান অভিজিৎ মজুমদারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সর্বশেষে ১২ বছর ফূর্তিতে ১২ জন নতুন রক্তদানকারী রক্তদানের মাধ্যমে রক্তদান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ