মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
প্রচ্ছদখেলার সময়গ্রামীনফোন সুপার কাপের দ্বিতীয় ম্যাচে আবাহনী-মুক্তিযোদ্ধার ড্র

গ্রামীনফোন সুপার কাপের দ্বিতীয় ম্যাচে আবাহনী-মুক্তিযোদ্ধার ড্র

super-cup-13গ্রামীনফোন সুপার কাপের দ্বিতীয় ম্যাচে আবাহনী লিমিটেডের মুখোমুখি হয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ। কোনো দলই গোলের দেখা পায়নি।

শুক্রবার কোটি টাকার সুপার কাপের উদ্বোধনী হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন সন্ধ্যা ৭টায় মাঠে নামে আবাহনী ও মুক্তিযোদ্ধা। ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আবাহনীর হাতে। কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না। বেশ কয়েকটি সুযোগ গ্রহণে ব্যর্থ হলে গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচ।

প্রথমার্ধ কেউ তেমন সুযোগ পায়নি। বিরতি থেকে ফিরে এসে ৫৬ মিনিটে তৌহিদ গোলমুখ খুলেছিলেন, কিন্তু অফ সাইডে তা বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে দারুণ কিছু সুযোগ হাতছাড়া করে আবাহনী। ৬৩ মিনিটে তৌহিদের ক্রসে কোমল গোলপোস্টে শট নিলেও ব্যর্থ হয়। সুজনের নেওয়া দূরপাল্লার শটটি গোলবারের উপর দিয়ে চলে যায়। ৮৮ মিনিটে মিশুর একই শট নিশানাভেদ করতে পারেনি।

‘বি’ গ্রুপের ম্যাচে শনিবার শেখ জামাল বিকাল ৫টায় লড়বে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে। পরের ম্যাচে টিম বিজেএমসিকে মোকাবিলা করবে মোহামেডান এসসি।

আরও পড়ুন

সর্বশেষ