শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়নতজানু নীতির কারণে তিস্তায় পানি নেই: মাহবুবুর রহমান

নতজানু নীতির কারণে তিস্তায় পানি নেই: মাহবুবুর রহমান

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘সরকারের নতজানু নীতির কারণে তিস্তায় পানি নেই। এজন্য দেশে ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ দাবদাহ চলছে।’ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমানসহ কারাবন্দি সব নেতার মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে মাহবুবুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ‘এই সরকার অবৈধ। জনগণের ভোটে নির্বাচিত হলে সরকার জনকল্যাণে কাজ করতো।’

মানববন্ধনে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেন, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর ও আমানের মুক্তি কার কাছে চাইব? এ সরকারতো অবৈধ। অবৈধ সরকারের কাছে আমাদের কারাবন্দি নেতাদের মুক্তি চাইতে পারি না।

মেজর (অব.) মোহাম্মদ হানিফের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ