শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদআরো খবর......শাহবাগে চিকিৎসকদের অবরোধ

শাহবাগে চিকিৎসকদের অবরোধ

রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসকরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছে। বুধবার দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করায় ওই এলাকায় যান বন্ধ রয়েছে। গত রবিবার এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলায় দোষীদের বিচারের দাবিতে আন্দোলন করছে বারডেম হাসপাতালের চিকিৎসকেরা।

এদিকে, রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি বুধবার টানা দ্বিতীয় দিনের মতো চলছে। চিকিৎসকদের ওপর হামলায় দায়ীদের বিচার না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। সকালে হাসপাতালের তৃতীয় তলায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডা. আহমেদ সালাম মীর। হাসপাতালে রোগী ভর্তি ও বহির্বিভাগ বন্ধ থাকলেও জরুরি সেবা চালু রয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, হাসপাতালের ১৩২ নম্বর ওয়ার্ডে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রবিবার চিকিৎসকদের মারধর করেন কিছু লোক। এতে ডা. মো. আনোয়ার, ডা. কল্যাণ দেবনাথ ও ডা. শামীমা আক্তার আহত হন।  এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে তারা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে রাখেন।

আরও পড়ুন

সর্বশেষ