শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ ২২ এপ্রিল

তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ ২২ এপ্রিল

পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ২২ এপ্রিল তিস্তা অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ২২ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হবে। একই দিনে বিকাল ৪ টায় রংপুরে সমাবেশ অনুষ্ঠিত হবে, ২৩ এপ্রিল সকাল ৯ টায় আবারও তিস্তা অভিমুখে যাত্রা এবং সকাল ১১ টায় ডালিয়াতে সমাবেশ অনুষ্ঠিত হবে।
মির্জা আলমগীর বলেন, সরকার ভারতের সাথে তিস্তা চুক্তি করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যার ফলে উত্তরাঞ্চলে বোরোধানে আবাধে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে।  মির্জা ফখরুল বলেন, এটা দলীয় কোন বিষয় নয়, জাতীয় ইস্যু। সুতরাং সরকার আমাদের কর্মসূচিতে বাঁধা না দিয়ে সহযোগিতা করবে বলে আশা করি। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুম হওয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এম ইলিয়াস আলীকে ফিরে দেওয়ার দাবিতে আগামী ১৭ এপ্রিল বিকাল ৩ টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সমাবেশ করবে দলটি।
তিনি অভিযোগ করেন, যেখানে পানি থাকায় কথা ১০ কিউসেক সেখানে পানি আছে মাত্র ৪ দশমিক ৯ কিউসেক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চেয়ারপার্সনের উপদেষ্ঠা শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, শাহজাহান, সালাহ উদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাসাসের সভাপতি আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।
আরও পড়ুন

সর্বশেষ