কথায় বলে আকাশে চাঁদ উঠলে নাকি সবাই জানতে পারে। বিষয়টি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নোভার ক্ষেত্রে শতভাগ সত্য। বিয়ের কথা অস্বীকার করেও মা হওয়ার সুখবরটি থেকে ভক্তদের বঞ্চিত করলেন না নোভা।
দীর্ঘদিন বিয়ের খবর অস্বীকার করলেও অবশেষে মা হওয়ার কথা স্বীকার করলেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। আগামী মাসের শেষের দিকে তার কোল জুড়ে আসবে নতুন অতিথি। এজন্য শুটিং থেকে পুরোপুরি ছুটি নিয়েছেন তিনি। তার চিকিৎসক স্কয়ার হাসপাতালের ডাক্তার খালেদা তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। নোভাও সব ঠিকঠাক মেনে চলার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘আমার দিন-রাত সব এক হয়ে গেছে। অপেক্ষা করছি চাঁদমুখ দেখার জন্য।’
হঠাৎই নোভা বিয়ে করেন নির্মাতা রায়হান খানকে। বিয়ের পর রায়হান তার আগের স্ত্রী এবং সন্তানদের রেখে নোভার সঙ্গে সংসার শুরু করেন। এব্যাপারে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তা অস্বীকার করেছিলেন নোভা-রায়হান। তারপর তারা এখন পর্যন্ত তাদের বিয়ের কথা মিডিয়াকে মুখ ফুটে বলেননি। এখন তাদের ঘরে আসছে নতুন অতিথি। তাই স্বাভাবিকভাবেই বিয়ের খবর সত্যতে পরিণত হলো। অথবা বিয়ে না করেরই মা হলেন নোভা। মা হওয়ার খবরের সত্যতা যাচাইয়ে নোভাকে ফোন দিলে তিনি সাবলীলভাবে বলেন, ‘হ্যাঁ, আমি মা হচ্ছি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন।’