রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদআরো খবর......নির্বাচনী আচরণ বিধি যেই লঙ্ঘন করুক, তাকে ছাড় দেওয়া যাবে না

নির্বাচনী আচরণ বিধি যেই লঙ্ঘন করুক, তাকে ছাড় দেওয়া যাবে না

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

বিভিন্ন উপজেলা নির্বাচনে সংসদ সদস্যরা অযাচিত হস্তক্ষেপ করে বলে অভিযোগ করেছেন নির্বাচনী কর্মকর্তারা। মঙ্গলবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে চতুর্থ উপজেলা নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় নির্বাচন কর্মকর্তারা এ অভিযোগ করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী।

বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত এ সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানাউল হকসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচন কর্মকর্তারা অভিযোগ করেন, ‘সংসদ সদস্যদের বিভিন্ন এলাকায় কোন কোন প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে প্রভাব খাটাতে দেখা গেছে, অনেকেই নির্বাচনে অযাচিত হস্তক্ষেপ করেন। এতে নিরপেক্ষভাবে কাজ করা অনেক সময় দুরুহ হয়ে পড়ে।’ অভিযোগের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনী আচরণ বিধি যেই লঙ্ঘন করুক, তাকে ছাড় দেওয়া যাবে না।’

নির্বাচন কমিশনার বলেন, ‘এ ধরণের নির্বাচনে মন্ত্রী বা তাঁর সমপর্যায়ের কেউ প্রচারণায় অংশ নিতে পারেন না। কিন্তু আচরণবিধিতে সংসদ সদস্যের নিয়ে এ ধরণের কোন কথা লেখা নেই। তবে, সংসদ সদস্যদের কারো পক্ষে প্রচারণায় অংশ না নেওয়াটাই উত্তম। তারপরও কেউ যদি চাই সাধারণের মতো প্রচারণায় অংশ নিতে পারে।’

তিনি বলেন, ‘সংসদ সদস্যরা যদি প্রচারণায় অংশ নেয় তবে তাদের খেয়াল রাখতে হবে যাতে অপর কোন প্রার্থীর বৈধ অধিকার যেন খর্বিত না হয়। কিন্তু, কেউ যদি নির্বাচনী প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ করে তবে তাঁর বিরুদ্ধে আইনী প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

জাবেদ আলী বলেন, ‘আমাদের উদ্দেশ্য একটি সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন। আমরা এমন একটা পরিবেশ নিশ্চিত করতে চাই, যেখানে একজন ভোটার প্রার্থীদের বর্তমান-অতীত জেনে, ইশতেহার পড়ে নির্বিঘ্ন পরিবেশে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।’

উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মিডিয়া হচ্ছে আমাদের অন্যতম সহযোগী। মিডিয়া সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা যে কোন বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে তৎপর হবো।’ এসময়, নির্বাচন চলাকালে গণমাধ্যম কর্মীদের কাজের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের তাগিদ দেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ