রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই এখন বিএনপির নেতৃত্বে ষড়যন্ত্র করছে : তোফায়েল...

যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই এখন বিএনপির নেতৃত্বে ষড়যন্ত্র করছে : তোফায়েল আহমদ

যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই এখন বিএনপির নেতৃত্বে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।  সোমবার সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জম্মদিন উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর বাকি খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার।

উপজেলা নির্বাচন প্রসঙ্গে তোফায়েল বলেন, উপজেলা নির্বাচনের পর বিএনপি যে আন্দোলনের হুমকি দিচ্ছে, তা কখনো সফল হবে না। কোনো হুমকি-ধামকিতে কাজ হবে না। বিএনপি যে তত্ত্বাবধায়কের স্বপ্ন দেখছে তা স্বপ্নই থেকে যাবে।

উপজেলা নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি দাবি করে তোফায়েল বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। প্রথম ২টি ধাপে আমাদের বিদ্রোহী প্রার্থী থাকায় আমাদের সমর্থিত কম প্রার্থী জয়ী হয়েছে। এবার আমরা তা থেকে বেরিয়ে এসে জয় পেয়েছি। আশা করছি বাকি ধাপগুলোতে আমরাই জয়ী হবো। আগামীতে উপজেলা নির্বাচন দলীয়ভাবে করা যায় কিনা সে বিষয়ে ভেবে দেখা হচ্ছে বলেও জানান তোফায়েল আহমদ।  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে।

আরও পড়ুন

সর্বশেষ