বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়ব্যবসা সফল ছবি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি

ব্যবসা সফল ছবি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি

ye jahanমুক্তির প্রথম সপ্তাহেই ব্যাবসা সফল রনবীর-দীপিকার নতুন ছবি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানী’। রণবীর-দীপিকা জুটির কারণে মুক্তির আগেই ছবিটির প্রতি ভক্তদের বেশ আগ্রহ দেখা গিয়েছিল।

গত ৩১ মে মুক্তির প্রথম দিনেই ছবিটি তুলে নিয়েছিলো ১৯.৪৫ কোটি রুপি। ছবির গানগুলোও অনেকদিন ধরে জায়গা দখল করে আছে টপচার্টে।
ভারতের পাশাপাশি একই দিনে ছবিটি মুক্তি দেয়া হয় আমেরিকার ১৬২টি থিয়েটারে। সেখানে প্রথম সপ্তাহেই ছবিটি আয় করে নেয় ১০ লাখ ৬০ হাজার ডলার। বলিউডের কোন ছবি আমেরিকার বক্স অফিসে এমন সাফল্য পাওয়ার দৃষ্টান্ত  ইর্নীয়। ছবিটি একই সময়ে মুক্তি দেয়া হয়েছিল ইসরাইলেও।
ছবিতে রনবীর দীপিকা জুটির অভিনয়ের পাশাপাশি নতুন মাত্রা যোগ করেছে নন্দিত নায়িকা মাধুরী দীক্ষিতের আইটেম নাচ।
আরও পড়ুন

সর্বশেষ