ইতিমধ্যে অনেক ছবিতেই অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সামিরা রেড্ডি। কিন্তু বলিউডে তেমন একটা সফলতা অর্জন করতে পারেননি তিনি। আইটেম গার্ল কিংবা শরীর প্রদর্শন নির্ভর চরিত্র থেকে বেরিয়ে এসে অভিনেত্রী হিসেবে নিজেক প্রতিষ্ঠিত করতে সক্ষম হননি। সে কারণেই গত কয়েক বছরে সামিরার কাজ দিনে দিনে কেবল কমছেই। যদিও সামিরা যখন বলিউডে পা রাখেন তখন তাকে নিয়ে অনেকেই আশা করেছিলেন ভাল একটি অবস্থানে যাবেন তিনি। তন্বি চেহারা, শারীরিক সৌন্দর্য, পারফর্মেন্স এসব মিলিয়ে প্যাকেজ নায়িকা হিসেবেই অভিষেক হয় তার। কিন্তু সেই ধারাবাহিকতা রক্ষা হয়নি। নিজেকে তেমন একটা মেলে ধরতে পারেননি তিনি। তবে বলিউডে কাজ কমে যাওয়ায় একদমই হতাশ নন এই অভিনেত্রী। বরং বলিউড ছেড়ে বর্তমানে তিনি দক্ষিণ ভারতের ছবিতেই বেশি মনোযোগী হয়েছেন। সেখানকার একাধিক ছবির শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। এর আগেও সামিরা দক্ষিণ ভারতের ছবিতে কাজ করেছেন। তবে এবার নিয়মিতভাবেই সেখানকার ছবিতে অভিনয় করছেন। বর্তমানে তিনটি নতুন ছবিতে কাজ করছেন তিনি। আর এর কারণে দুটি বলিউড ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ বলিউডের ছবি দুটিতে তার চরিত্র ছিল কম গুরুত্বপূর্ণ। আর দক্ষিণ ভারতের তিনটি ছবিতেই তিনি কাজ করছেন প্রধান নারী চরিত্রে। এ বিষয়ে সামিরা বলেন, দক্ষিণ ভারতের ছবির বাজার এখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে। দিনে দিনে এখানকার ছবির সম্ভাবনা বাড়ছেই। তাই এখানে নিয়মিত কাজ করছি। কারণ কম গুরুত্বপূর্ণ চরিত্রে আর কাজ করতে চাই না। আশা করছি এখানে যে ছবিগুলোতে কাজ করছি তার মাধ্যমে দর্শকরা অন্য এক সামিরাকেই দেখতে পাবেন।