শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়সূ চি-হাসিনা বৈঠক

সূ চি-হাসিনা বৈঠক

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে পার্লামেন্ট ভবনে শেখ হাসিনা  গেলে দেশটির বিরোধী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির চেয়ারম্যান, শান্তিতে নোবেল বিজয়ী সু চি তাকে আলিঙ্গনে বরণ করে নেন। আধ ঘণ্টার বৈঠক শেষে হাত ধরে শেখ হাসিনাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন মিয়ানমারের এই নেত্রী।

এর আগে সকালে মিয়ানমারের রাজধানী নে পি দওয়ে পৌঁছানোর পর দুপুরে প্রেসিডেন্ট প্যালেসে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এরপর তিনি যান মিয়ারমারের পার্লামেন্টের রুল অব ল’ কমিটির কার্যালয়ে, সু চি ওই কমিটিরই চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর গাড়ি যখন ওই কার্যালয়ের সামনে পৌঁছায়, নোবেল বিজয়ী সু চি তখন সেখানেই তাকে স্বাগত জানানোর অপেক্ষায়।
শেখ হাসিনা গাড়ি বারান্দায় পৌঁছালে মিয়ানমারের ঐতিহ্যবাসী পোশাক পরিহিত অং সান সু চি তাকে আলিঙ্গন করেন। কুশল বিনিময়ের সময় দুই নেত্রীকেই দারুণ হাস্যোজ্জ্বল দেখা যায়। আধা ঘণ্টারও বেশি সময় বৈঠকের পর হাতে হাত ধরে বেরিয়ে আসতে দেখা যায় দুই নেত্রীকে। শেখ হাসিনাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন সু চি। পরে মিয়ানমারের পার্লামেন্টের স্পিকার শুয়ে মানের সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন।

 

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঞ্চলিক জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনে অংশ নিতে সোমবার সকালে মিয়ানমার যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন

সর্বশেষ